সুচন্দ্রা বিশ্বাস
প্রাণের টানে শখের বশে ছোটবেলা থেকেই লেখালেখি শুরু 'সুফি রায়' ছদ্মনামে। তাঁর হাত ধরেই (মনোজুল ইসলামের সঙ্গে যৌথভাবে) ২০১৬ সালে নীরব আলো-র প্রথম আত্মপ্রকাশ। জীবিকার জন্য অনেকরকম কাজের সাথে যুক্ত থাকলেও প্রথম থেকেই নীরব আলো পত্রিকার প্রতি নিবেদিত প্রাণ। বর্তমানে নীরব আলো প্রকাশনের দায়িত্বেও রয়েছেন। ইতিপূর্বে তাঁর সম্পাদনায় 'অনুভবের দর্পণ', 'শব্দবাসর', 'সীমন্তিনী' ইত্যাদি সংকলন প্রকাশিত হয়েছে।
এই নীরব আলো-ই তাঁর পথচলার সঙ্গী এবং আপনাদের আশীর্বাদই তাঁর চলার পাথেয়।
Contact Information
Email: xxxxxxxxxxxxx@xxxx.com
Phone: (+91) XXXXX-XXXXX

No comments:
Post a Comment