Responsive Advertisement
নীরব আলো প্রকাশন পরিবারে আপনাকে স্বাগত | এখন আমাদের সমস্ত বই পাওয়া যাচ্ছে Amazon ও Flipkart এ সর্বোচ্চ ৩০% ছাড় ও অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারিও | স্বল্প খরচে ও কম শর্তাবলীতে বই প্রকাশ করতে যোগাযোগ করুন ৮২৭৬৮০৮৩৫৮ অথবা মেইল করুন nirobaaloprakashan@gmail.com এই ইমেইল আইডিতে

Check Wallet Balance

নীরব আলো -র পক্ষ থেকে চালু হয়েছে একটি নতুন উদ্যোগ "NAP WALLET"। পত্রিকা, সংকলন বা একক বই প্রকাশের ক্ষেত্রে যেকোনো লেনদেনের বিষয়গুলি আরও সহজ ও স্বচ্ছ রাখতেই এই উদ্যোগ।  তবে এই পদ্ধতি তারাই ব্যবহার করতে পারবেন যাঁদের মেম্বারশিপ আইডি নম্বর আছে। কারণ সমস্ত তথ্য মেম্বারশিপ আইডি নম্বরের মাধ্যমেই সংরক্ষিত হবে এবং আপনি আপনার ব্যালান্স ও অন্যান্য তথ্য শুধুমাত্র এই মেম্বারশিপ আইডির মাধ্যমেই দেখতে পাবেন।


বিঃ দ্রঃ- এই ওয়ালেট সিস্টেম একটি ডিজিটাল সিস্টেম মাত্র, এর সাথে আপনার ব্যাংক বা অন্য কোনো ব্যাংক বা RBI-এর কোনো সম্পর্ক নেই। যাঁরা নীরব আলো-র প্রতি আস্থা রাখেন এবং ভবিষ্যতে তাদের লেখাগুলি কোনো সংকলনে বা একক বই প্রকাশ করতে আগ্রহী, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।


Fast Method

Add Balance Manually

আপনি আপনার সুবিধা মতো যেকোনো মূল্য এই NAP WALLET -এ যুক্ত করে রাখতে পারেন। বাটনে ক্লিক করে সরাসরি আপনার ওয়ালেটে ব্যালান্স যুক্ত করতে পারেন।




আপনি কি আপনার মেম্বারশিপ আইডি ভুলে গেছেন?

আপনি কি এখনও মেম্বারশিপ আইডি সংগ্রহ করেন নি?





1 comment:

  1. আমার ID কার্ড এর নং NAP/LM/10020 কার্ড টি ডাউনলোড করতে চাই। সাহায্য করুন।

    ReplyDelete

নীরব আলো প্রকাশন

"নীরব আলো প্রকাশন", একটি বিশস্ত প্রকাশন। এই প্রকাশনার মূল সূত্র "নীরব আলো পত্রিকা"। বছরের পর বছর এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে এবং সেই সূত্র ধরেই আজকের এই প্রকাশন। আমাদের উদেশ্য হলো সকল লেখকের ভাবনাগুলিকে বইয়ের রূপ দেওয়া। এই উদ্দেশ্যেই এগিয়ে চলেছি সকলের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে।




Comments