
সারণ ভাদুড়ী
জন্ম ২০০৬ সালের ২৪শে ফেব্রুয়ারি। 'পক্ষিরাজ' ছদ্মনামে লেখার জগতে আবির্ভাব। তার লেখা সর্বপ্রথম প্রকাশ পায় 'মুজনাই সাহিত্য পত্রিকা’-তে। সেখানেই কবির অভিষেক। এরপর 'বাউন্ডুলে', 'কালপুরুষ’, 'নীরব আলো পত্রিকা’, 'প্রবাহ তিস্তা তোর্সা' সহ বিভিন্ন পত্রিকায় লেখা শুরু। ভালোবাসেন পড়তে, লিখতে। তাঁর দাবি, এখনো শিখছেন। এটাই কবির প্রথম কাব্যগ্রন্থ। তিনি এবার উচ্চমাধ্যমিক দিয়েছেন। এছাড়াও নিজস্ব স্কুল ম্যাগাজিন ‘কলতান’-এর সম্পাদক কবি তিনি।
Contact Information
Email: xxxxxxxxxxxxx@xxxx.com
Phone: (+91) XXXXX-XXXXX
No comments:
Post a Comment