
ড. অমল কুমার সাহু
২০শে অক্টোবর ১৯৫৭ খ্রীস্টাব্দে পূর্ব মেদিনীপুর জেলার চট্টাপদ্মপুর গ্রামে জন্ম। শৈশব কেটেছে গ্রামেই। স্থানীয় বেসিক স্কুল এবং কালিন্দী ইউনিয়ন হাইস্কুলে স্কুলজীবন। উচ্চশিক্ষার জন্য কলকাতায়। সিটি কলেজ থেকে বি. এস. সি অনার্স এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এম. এস. সি পাশ। চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। কল্যানী ইউনিভার্সিটি থেকে পি.এইচ. ডি ডিগ্রি লাভ। ক্যালকাটা একাডেমীতে এবং দমদম এয়ারপোর্ট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ২০১৭ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ। এখন লেখার কাজে ব্যস্ত। লেখকের প্রকাশিত বইগুলো হল- অকুণ্ঠিতা, বহে অমৃত ধারা, নাই বা দিলে সান্ত্বনা, রাম, রামায়ণী কাব্য, কৃষ্ণগাথা, অনাদৃতা শূর্পণখা, বৃক্ষ পদাবলী, বিলম্বিত বেহাগ, বিষ্ণুপুত্র নরকাসুর কথা, উৎখাত প্রভৃতি।
Contact Information
Email: xxxxxxxxxxxxx@xxxx.com
Phone: (+91) XXXXX-XXXXX
No comments:
Post a Comment