Responsive Advertisement
নীরব আলো প্রকাশন পরিবারে আপনাকে স্বাগত | এখন আমাদের সমস্ত বই পাওয়া যাচ্ছে Amazon ও Flipkart এ সর্বোচ্চ ৩০% ছাড় ও অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারিও | স্বল্প খরচে ও কম শর্তাবলীতে বই প্রকাশ করতে যোগাযোগ করুন ৮২৭৬৮০৮৩৫৮ অথবা মেইল করুন nirobaaloprakashan@gmail.com এই ইমেইল আইডিতে

Chandrani Majumder

Chandrani Majumder

চন্দ্রানী মজুমদার

শৈশব থেকে অদ্যাবধি উত্তর ২৪ পরগণা জেলার মছলন্দপুরের উত্তর চাতরা'র বাসিন্দা। শ্রীযুক্ত কমলাকান্ত মজুমদার এবং শ্রীমতি সবিতা মজুমদারের কনিষ্ঠ ও সুযোগ্য কন্যা। শৈশবে পড়াশোনা "চাতরা নেতাজী বালিকা শিক্ষা নিকেতন" থেকে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যথাক্রমে সমাজতত্ত্বে স্নাতক এবং স্নাতকোত্তর। পূর্বে 'পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে' চাকরি করেছেন, বর্তমানে রাজ্য সরকারের 'ভূমি রাজস্ব পরিদর্শক' পদে কর্মরত। স্কুল জীবন থেকেই লেখালিখি করার অভ্যাস ছিল, বর্তমানে চাকরি করার পাশাপাশি লেখালিখি ও সম্পাদনার কাজ অব্যাহত রেখেছেন। লেখিকার একক গ্রন্থ গুলি যথাক্রমে "রুদ্ধশ্বাস আতঙ্ক", "শ্যাওলা জমেছে বুকে", "রহস্য যেখানে গভীর", "বৃষ্টি ভেজা চোখে", "দহন জ্বালা" এবং "স্রোতের বিপরীতে" প্রকাশিত হয়েছে। লেখালিখির সুবাদে বেশ কিছু উল্লেখযোগ্য সাহিত্য সম্মাননা লাভ করেছেন।
একক বই লেখার পাশাপাশি "দৃষ্টিপাত", "ভূত-অদ্ভুত", "আবার আসবো ফিরে", "সুচেতনার উপাখ্যান" এবং আরো বেশ কিছু সংকলন গ্রন্থ পূর্বে সম্পাদনা করেছেন। তেইশ জন বিশিষ্ট লেখক-লেখিকার কলমে সমৃদ্ধ "রহস্য-রোমাঞ্চ তেইশ" প্রকাশিত হলো ২০২৪ সালের কলকাতা বইমেলায়। এই গ্রন্থ থ্রিলার প্রেমী পাঠকের মনকে ছুঁয়ে যাওয়া অবশ্যম্ভাবী।

Contact Information

Email: xxxxxxxxxxxxx@xxxx.com

Phone: (+91) XXXXX-XXXXX



Recent Published Books

No comments:

Post a Comment

নীরব আলো প্রকাশন

"নীরব আলো প্রকাশন", একটি বিশস্ত প্রকাশন। এই প্রকাশনার মূল সূত্র "নীরব আলো পত্রিকা"। বছরের পর বছর এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে এবং সেই সূত্র ধরেই আজকের এই প্রকাশন। আমাদের উদেশ্য হলো সকল লেখকের ভাবনাগুলিকে বইয়ের রূপ দেওয়া। এই উদ্দেশ্যেই এগিয়ে চলেছি সকলের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে।




Comments